ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে’ যোগ দিয়েছেন বাংলাদেশি শহীদুল

rising sylhet
rising sylhet
অক্টোবর ১, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

ads

বাংলাদেশি আলোকচিত্রী, শিক্ষাবিদ ও অ্যাক্টিভিস্ট শহীদুল আলম গাজার অবৈধ অবরোধ ভাঙার ঐতিহাসিক মিশনে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে’ যোগ দিয়েছেন। এর মাধ্যমে তিনি এই বহরে অংশগ্রহণকারী প্রথম বাংলাদেশি হিসেবে গণ্য হলেন।

বুধবার (১ অক্টোবর) সামাজিকমাধ্যমে দেওয়া পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

শহীদুল আলমের এই অংশগ্রহণের জন্য ফিলিস্তিন রাষ্ট্রদূতের কার্যালয় আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে উল্লেখ করেছে যে, ‘ন্যায়বিচারের জন্য নির্ভীক কণ্ঠস্বর হিসেবে বিশ্বজুড়ে সুপরিচিত শহীদুল আলম ফ্লোটিলাতে যোগ দিয়ে এই ঐতিহাসিক মিশনে প্রথম বাংলাদেশি হিসেবে নিজের নাম লিখিয়েছেন’।

তিনি আরও বলেন, এই মুহূর্তে গণহত্যা চলছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একসঙ্গে ফিলিস্তিনে, গাজায় মানুষ হত্যা করছে। তার সঙ্গে পাশ্চাত্যের অনেকগুলো দেশ যুক্ত, তারাও সহযোগিতা করছে এবং তারাও এতে অংশীদার। তিনি এই প্রতিবাদের সঙ্গে সম্পৃক্ততা রাখতেই ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানে অংশ নিচ্ছেন।

ফ্লোটিলায় যোগদান প্রসঙ্গে শহীদুল আলম বলেন: বাংলাদেশ থেকে আমি প্রথম যাচ্ছি, কিন্তু মনে করি বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা সঙ্গে নিয়ে যাচ্ছি। এই সংগ্রামে শুধু আমাদের থাকলেই হবে না, এতে যদি আমরা পরাজিত হই, তাহলে মানবজাতি পরাজিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।