raising sylhet
ঢাকাসোমবার , ১০ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঘরে ঢুকে নারীকে ধর্ষণ, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

rising sylhet
rising sylhet
এপ্রিল ১০, ২০২৩ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- শনিবার (৮ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার মঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে। বরগুনার তালতলীতে এক নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে এনায়েত পিয়াদা নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ইউপি সদস্যসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, স্বামী পরিত্যক্তা ওই নারী বাবার বাড়িতে থাকেন। দীর্ঘদিন ইউপি সদস্য এনায়েত পিয়াদা তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে গতকাল রাতে ইউপি সদস্যসহ পাঁচ-ছয়জন সিঁধ কেটে ওই মহিলার ঘরে ঢোকেন। কিছু বুঝে ওঠার আগেই তার হাত, মুখ ও পা রশি দিয়ে বেঁধে ফেলে ইউপি সদস্যসহ তিনজনে তাকে ধর্ষণ করেন। পরে তারা পালিয়ে পান। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা যাওয়ার সময় ঘরে থাকা ৪৩ হাজার টাকা নিয়ে যান।

পরে স্থানীয়রা ছুটে এসে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে। এ ঘটনায় ইউপি সদস্যসহ অজ্ঞাতনামা চারজনকে আসামি করে তালতলী থানায় মামলা করা হয়েছে।

Advertisements

ভুক্তভোগী নারী বলেন, এ বিষয়টি কোথাও বললে আমার ১২ বছরের মেয়েকে ধর্ষণ করার হুমকি দিয়ে যায় তারা।

ইউপি সদস্য এনায়েত পিয়াদা বলেন, ‘বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে ফাঁসানোর জন্য এসব বলা হচ্ছে।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। এতে ইউপি সদস্যসহ চারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

৮১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।