ঢাকাশনিবার , ৭ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঘুমের ইনজেকশন দিয়ে অতেচন করে ধর্ষণের অ ভি যো গ

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৭, ২০২৪ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঘুমের ইনজেকশন দিয়ে অতেচন করে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রমোদ চক্রবর্তী (৪৬) নামের এক সমবায় সমিতির পরিচালকের বিরুদ্ধে।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সাভার মডেল থানায় প্রমোদ চক্রবর্তীকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।

ভুক্তভোগীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সাভারের বাজার রোডের অগ্রণী ব্যাংক ভবনের ষষ্ঠ তলায় কাশবন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডে গত ১ বছর ধরে হিসাবরক্ষক হিসাবে কাজ করতেন ওই নারী। চাকরির সময়ে ভুক্তভোগীর শারীরিকভাবে অসুস্থ এবং ওজন খুব কম ছিল। অভিযুক্ত প্রমোদ চক্রবর্তী নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে ওই নারীকে মুখে ভিটামিন সেবন ও শরীরে ইনজেকশন পুষ করার পরামর্শ দেন। তার পরামর্শ অনুযায়ী গত ৩ মাস ধরে তিনি ওষুধ সেবন করে আসছিলেন। গত ৪ ডিসেম্বর সর্বশেষ ইনজেকশন পুষ করার কথা বলেন।

অভিযুক্ত প্রমোদ চক্রবর্তী মানিকগঞ্জ জেলার ঘিওর থানার হেলাচিয়া গ্রামের বাসিন্দা। তিনি সাভার নামা বাজারের কাশবন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পরিচালক ও নিজেকে ডাক্তার পরিচয় দিতেন।

ভুক্তভোগী নারী বলেন, ডাক্তার পরিচয় দিয়ে তিনি ওই সমবায় সমিতির একটি কক্ষে নিয়ে আমার হাতে ইনজেকশন পুষ করেন। ইনজেকশন পুষ করার সঙ্গে সঙ্গে আমি অচেতন হয়ে পরি। প্রায় ১৫ মিনিট পরে জ্ঞান ফিরলে দেখি প্রমোদ আমাকে ধর্ষণ করছে। আমি চিৎকার করলে তিনি পালিয়ে যান। পরে বিষয়টি কাশবন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা গীতা অধিকারী সুমিতাকে জানাই। তারা দুজনে মিলে পরে আমাকে ভয়ভীতি প্রদর্শন করেন, যাতে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করি। পরবর্তীতে পরিবারের সঙ্গে আলোচনা করে আজ থানায় অভিযোগ দায়ের করেছি।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিঞা বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

৫১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।