raising sylhet
ঢাকারবিবার , ৩১ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রায় শতাধিক বসতঘর, মসজিদ ও গাছপালা লণ্ডভণ্ড

rising sylhet
rising sylhet
মার্চ ৩১, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রায় শতাধিক বসতঘর, মসজিদ ও গাছপালা লণ্ডভণ্ড হয়েছে।

রোববার (৩১ মার্চ) সকালে ফরিদপুরের সদরপুর উপজেলার তিনটি ইউনিয়নের পূর্বকান্দি, শৈলডুবীসহ কয়েকটি গ্রামের ওপর দিয়ে এ ঘূর্ণিঝড় বয়ে যায়।

 ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এখন।

ঘূর্ণিঝড়ের আঘাতে কারো কারো ঘরের টিনের চাল উড়ে গেছে। অনেকের ঘর-বাড়ির ওপর ভেঙে পড়েছে গাছপালা।

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড়ের তাণ্ডবের কারণে বড় বড় গাছপালা উপড়ে গেছে ও বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ।

রাস্তাঘাট চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ায় মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে।

এ ব্যাপারে বক্তব্য জানতে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মোরাদ আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।  

সদরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু এহসান মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষয়ক্ষতির খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষতির পরিমাণ তালিকা করে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর পাঠানো হবে।

১১৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।