ঢাকাবুধবার , ২৮ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় শক্তি ধেয়ে আসছে

rising sylhet
rising sylhet
মে ২৮, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঘূর্ণিঝড় শক্তি ধেয়ে আসছে । ক্রমশ শক্তি বাড়িয়ে উড়িশা উপকূলের দিকে এগোচ্ছে নিম্নচাপ।

আগামী ২৪ ঘণ্টায় যা আরও শক্তি বাড়িয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে।

যার জেরে আজ বুধবার থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির প্রকোপ আরও বাড়বে। সঙ্গে উপকূলে ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।

মঙ্গলবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যা ধীরে ধীরে উত্তর ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট এই লঘুচাপের প্রভাবে কলাপাড়ায় পায়রা বন্দরসহ গোটা উপকূলীয় এলাকায় মঙ্গলবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও কখনও মৃদু দমকা বাতাসও বইছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর মাঝারি ধরনের উত্তাল হয়ে আছে। সাগর নদীতে অস্বাভাবিক জোয়ার বইছে।

বেড়িবাঁধের বাইরের বাস করা অন্তত ছয় হাজার পরিবার বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। তারা অনেকে চরম ভোগান্তিতে পড়েছেন।জেয়ারের ঝাপটা তাদের ঘরের পিড়ায় আঘাত করছে। সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান জানান, তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যাওয়ার জন্য নির্দেশনা রয়েছে। তবে ভোগান্তি হলেও বৃষ্টির কারণে মানুষ প্রচন্ড ভ্যাপসা গরম থেকে স্বস্তি পেয়েছেন। কিছু কিছু সবজি চাষির আগাম বর্ষাকালীন সবজি ক্ষেতের কিছু টা ক্ষতি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।