raising sylhet
ঢাকারবিবার , ৯ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে সিলেট সোমবার আবারো বিএনপির কর্মসূচি

rising sylhet
rising sylhet
এপ্রিল ৯, ২০২৩ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে সিলেট জেলার সকল উপজেলা পর্যায়ে আগামী সোমবার বিকেল ৩ ঘটিকা থেকে ৫ ঘটিকা পর্যন্ত ঘোষিত যুগপৎ অবস্থান কর্মসূচি পালিত হবে।

কর্মসূচি চলাকালে বিশ্বনাথ উপজেলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সদর উপজেলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, দক্ষিণ সুরমা উপজেলায় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিয়ানীবাজার উপজেলায় জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জকিগঞ্জ উপজেলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নি ও জেলা বিএনপির যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন মানিক, গোলাপগঞ্জ উপজেলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, ওসমানীনগর উপজেলায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এডভোকেট আশিক উদ্দিন, কানাইঘাট উপজেলায় জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশিদ মামুন (চাকসু), বালাগঞ্জ উপজেলা জেলা বিএনপির সহ সভাপতি হাজী মো. শাহাবুদ্দীন, জৈন্তাপুর উপজেলায় জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ইসতিয়াক আহমেদ সিদ্দীকি, গোয়াইনঘাট উপজেলায় জেলা বিএনপির যুগ্ন সম্পাদক এডভোকেট হাসান আহমেদ পাটোয়ারী রিপন, ফেঞ্চুগঞ্জ উপজেলায় জেলা বিএনপির যুগ্ন সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, কোম্পানীগঞ্জ উপজেলায় জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মামুনুর রশিদ অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।

Advertisements

এর আগে গত ৫ এপ্রিল বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক পত্রে ৮ এপ্রিল সিলেট জেলা বিএনপির পূর্ব নির্ধারিত গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকায় অবস্থান কর্মসূচির তারিখ পরিবর্তন করে সিলেট জেলায় ১০ এপ্রিল অবস্থান কর্মসূচি পালন করার নির্দেশনা দেয়া হয়।

উক্ত কর্মসূচি সমূহ সফল করতে সিলেট জেলার সকল উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতৃবৃন্দ সহ সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

৭৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।