ঢাকাশনিবার , ২৯ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চলতি কর বছরে ই-রিটার্ন দাখিলে ২০ লাখের বেশি করদাতার অংশগ্রহণ

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৯, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- চলতি বছরের ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ২০২৫-২৬ কর বছরের অনলাইন ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকেই করদাতারা ইতিবাচক সাড়া দিয়ে এখন পর্যন্ত ২০ লাখের বেশি ই-রিটার্ন দাখিল করেছেন।

জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ নির্দেশনা অনুসারে এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্যান্য সব ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

যেসব করদাতা বাধ্যতামূলকতার বাইরে আছেন, তারাও ইচ্ছা করলে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারেন। তবে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত সমস্যার কারণে যদি কেউ রিটার্ন দাখিল করতে না পারেন, তাহলে ১৫ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করলে অনুমোদনের পর পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

এ বছর করদাতাদের অনুমোদিত প্রতিনিধিরাও করদাতার পক্ষে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন। বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক না হলেও তারা পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ইমেইলসহ প্রয়োজনীয় তথ্য ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় পাঠালে তাদের ইমেইলে OTP ও নিবন্ধন লিংক পাঠানো হচ্ছে, যা ব্যবহার করে তারা অনায়াসে রেজিস্ট্রেশন ও রিটার্ন দাখিল করতে পারছেন।

কোনো ধরনের কাগজপত্র আপলোড ছাড়াই করদাতারা তাঁদের আয়, ব্যয়, সম্পদ ও দায় সংক্রান্ত তথ্য সিস্টেমে এন্ট্রি করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করতে পারছেন। দাখিলের পরই স্বয়ংক্রিয়ভাবে অ্যাকনলেজমেন্ট স্লিপ ও আয়কর সনদ সংগ্রহ করা সম্ভব হওয়ায় দেশে-বিদেশে থাকা করদাতাদের কাছে ই-রিটার্ন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজবোধ্য করতে জাতীয় রাজস্ব বোর্ড এবারও করদাতা, করদাতার প্রতিনিধিসহ কর বিষয়ক পেশাজীবীদের প্রশিক্ষণ দিয়েছে। পাশাপাশি ই-রিটার্ন সংক্রান্ত সহায়তার জন্য ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে একটি কল সেন্টার চালু রয়েছে। এছাড়া etaxnbr.gov.bd ওয়েবসাইটের eTax Service অপশনে লিখিত অভিযোগ জানানো এবং দেশের প্রতিটি কর অঞ্চলের ই-রিটার্ন হেল্প-ডেস্ক থেকে সেবা নেওয়ার সুবিধাও রয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড সকল ব্যক্তি করদাতাকে ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে ২০২৫-২৬ কর বছরের রিটার্ন দাখিল করার অনুরোধ জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।