ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চলতি বছরেই চমক নিয়ে আসছে তৃতীয় পার্ট ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১৫, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছরেই চমক নিয়ে আসছে তৃতীয় পার্ট ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’।

২০০৯ সালে মুক্তির পর চলচ্চিত্র জগতে হইচই ফেলে দিয়েছিল জেমস ক্যামেরনের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘অ্যাভাটার’সিনেমাটি। এর ১৩ বছর পর পর্দায় আসে এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। এই সিনেমাও ব্যাপক সাড়া ফেলে দর্শক মহলে।

প্যান্ডোরা বিশ্বের দুটি নতুন সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেবেন নির্মাতা জেমস ক্যামেরুন। পাশাপাশি আগুনের প্রতীকী গুরুত্ব সিনেমার মূল বিষয়বস্তু হিসেবে তুলে ধরবেন তিনি।

এবার চলতি বছরেই চমক নিয়ে আসছে তৃতীয় পার্ট ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’। সম্প্রতি সিনেমাটির কনসেপ্ট আর্ট প্রকাশ করেছে ডিজনি। যা দর্শকদের পরিচয় করিয়ে দেবে ফ্রাঞ্চাইজির বিস্তৃত মহাবিশ্বের সঙ্গে।

সিনেমার নতুন কনসেপ্ট আর্টে ডিলান কোল এবং স্টিভ মেসিংয়ের চিত্রে উন্মোচিত হয়েছে সিনেমাটির একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্য। যেমন, উপকূলীয় উপজাতিদের সঙ্গে তুলকুন উপজাতিদের একত্রিত করা এবং আকাশে উড়ন্ত এলিয়েন হট এয়ার বেলুনের চিত্র।

এ ছাড়াও রয়েছে একটি নতুন উপকূলীয় উপজাতি ‘অ্যাশ পিপল’ এবং তাদের রহস্যময় গ্রামও তুলে ধরা হয়েছে ‘অ্যাভাটার থ্রি’র কনসেপ্ট আর্টে।

৬৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।