নগরীর মেজরটিলা এলাকা থেকে চাঁদাবাজির অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে শাহপরাণ (রহ.) থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন পশ্চিম ভাটপাড়া, ইসলামপুর এলাকার মৃত আবুল কালামের ছেলে সাহাদত ইসলাম সুমন (৩২)।
বুধবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘নগরীর মেজরটিলা থেকে চাঁদাবাজির অভিযুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-০৫, তাং-১৭/০৭/২০২৫খ্রিঃ ধারা-আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার আইন) এর ০৪ রুজু হয়। আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
পুলিশ জানায়, সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানা এলাকায় বসবাসরত দুবাই প্রবাসী জনাব ঝিন্টু চন্দ (৫৫) ২০১৩ সালে দেবপুর মৌজার স্বপ্নপুরী আবাসিক এলাকায় ০৪ শতাংশ জমি বাসা নির্মাণের উদ্দেশ্যে ক্রয় করেন। সম্প্রতি তিনি উক্ত জমিতে নির্মাণ কাজ শুরু করলে স্থানীয় এক যুবক সাহাদত ইসলাম সুমন (৩২) তার কাছে একাধিকবার ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বুধবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে অভিযান পরিচালনা করে মেজরটিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।