ঢাকাসোমবার , ১১ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়

rising sylhet
rising sylhet
মার্চ ১১, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

সোমবার (১১ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দীক বলেন, জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রীর সভাপতিত্বে‌ আজ বাদ মাগবির রমজান মাসের শুরুর তারিখ ঠিক করতে বৈঠকে বসছেন। বৈঠকে জাতীয় জাতীয় চাঁদ দেখার কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

এদিকে দেশে আজ চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার শুরু হবে রোজা। চাঁদ উঠলে আজ এশার পর থেকেই শুরু হবে তারাবির নামাজ। এ ছাড়া ভোররাতে সাহরি খেয়ে রোজা শুরু করবেন রোজাদাররা।

এর আগে সৌদি আরবে রবিবার (১০ মার্চ) দেখা গেছে রমজান মাসের চাঁদ। ফলে আজ সোমবার থেকে দেশটিতে শুরু হবে রমজান মাস। সৌদি আরবের সুপ্রিম কোর্ট গতকাল ওই ঘোষণা দেন বলে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়।

অন্যদিকে সৌদি আরবে চাঁদ দেখা গেলে পরদিন বাংলাদেশেও সাধারণত দেখা যায়। সেই হিসাবে আজ চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আগামীকাল এখানে রোজা শুরু হতে পারে।

এ ছাড়া অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় আগামীকাল মঙ্গলবার থেকে রোজা শুরু হবে বলে সেসব দেশের কর্তৃপক্ষ জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।