সোমবার (১১ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দীক বলেন, জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রীর সভাপতিত্বে আজ বাদ মাগবির রমজান মাসের শুরুর তারিখ ঠিক করতে বৈঠকে বসছেন। বৈঠকে জাতীয় জাতীয় চাঁদ দেখার কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
এদিকে দেশে আজ চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার শুরু হবে রোজা। চাঁদ উঠলে আজ এশার পর থেকেই শুরু হবে তারাবির নামাজ। এ ছাড়া ভোররাতে সাহরি খেয়ে রোজা শুরু করবেন রোজাদাররা।
এর আগে সৌদি আরবে রবিবার (১০ মার্চ) দেখা গেছে রমজান মাসের চাঁদ। ফলে আজ সোমবার থেকে দেশটিতে শুরু হবে রমজান মাস। সৌদি আরবের সুপ্রিম কোর্ট গতকাল ওই ঘোষণা দেন বলে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়।
অন্যদিকে সৌদি আরবে চাঁদ দেখা গেলে পরদিন বাংলাদেশেও সাধারণত দেখা যায়। সেই হিসাবে আজ চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আগামীকাল এখানে রোজা শুরু হতে পারে।
এ ছাড়া অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় আগামীকাল মঙ্গলবার থেকে রোজা শুরু হবে বলে সেসব দেশের কর্তৃপক্ষ জানিয়েছে।