চাকরির নিয়োগ নিয়ে বেপরোয়া হয়ে উঠেছে ছাত্রলীগ।
বুধবার (২০ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদকে তার কক্ষে ঢুকে শাসান ছাত্রলীগের নেতারা।
বিশ্ববিদ্যালয় সহকারী রেজিস্ট্রার নাজেমুল আলম মুরাদ বলেন, তারা নিয়োগের বিষয় নিয়ে অসন্তোষ জানিয়ে ছিল। আমরা তাদের বুঝিয়েছি। পরে নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের সঙ্গে কথা বলেছেন। উপাচার্য বিষয়টি শুনে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সময় ছাত্রলীগের এক কর্মী রেজিস্ট্রারের দিকে তেড়ে যান।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এমন একটি ভিডিও।
এতে দেখা যায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বাকবিতণ্ডায় জড়ান রেজিস্ট্রারের সঙ্গে।
ভিডিওতে দেখা হয়, শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয় একাংশের কর্মী ওয়াহিদুল ইসলাম রেজিস্ট্রার নুর আহমদের দিকে তেড়ে যান এবং আঙুল উঁচিয়ে রেজিস্ট্রারকে উদ্দেশ্য বলছেন, ছাত্রলীগ কর্মীদের বাইরে সব নিয়োগ ক্যান্সেল করতে হবে। এখনো পিছনে বসে আছে ও। ও ছাত্রলীগ করে না। তবুও ওরে চাকরি দিয়েছেন। ওর কাছ থেকে পাঁচ লাখ টাকা ঘুষ খাইছে ভিসি ম্যাম।
এ সময় সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদ তাকে থামানোর চেষ্টা করেন।
ভিডিওতে আরও দেখা যায়, টেবিল চাপড়িয়ে একই কথা বলছেন একই গ্রুপের নেতা শাখা ছাত্রলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোরশেদুল আলম রিফাত।
তিনি রেজিস্ট্রারকে উদ্দেশ্য করে বলতে থাকেন, ছাত্রলীগের বাইরের নিয়োগ ক্যান্সেল। ছাত্রলীগের পোলারে নিয়োগ দিলে সমস্যা নাই। ছাত্রলীগের বাইরে যেগুলা, ওইগুলা ক্যান্সেল। ছাত্রলীগের পোলাপাইনের চাকরি লওয়ার অধিকার আছে। বাইরের পোলাপাইনের কী অধিকার! ছাত্রলীগের বাইরে সব ক্যান্সেল।
ওই সময় রেজিস্ট্রারের রুমে শাখা ছাত্রলীগের সহ একাকার গ্রুপের নেতা মইনুল ইসলাম রাসেল, ভার্সিটি এক্সপ্রেসের (ভিএক্স) আল-আমিন শান্ত, রায়হান ও আশিব তানিম।
ঘটনার সময় চবির সাবেক দুই ছাত্রলীগ নেতা বর্তমানে বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. সুমন মামুন, সাধারণ সম্পাদক মো. মনসুর আলী ওই কক্ষে উপস্থিত ছিলেন। তারাও ছাত্রলীগের পক্ষে অবস্থান নিয়ে নবনিযুক্ত উপাচার্যকে বিষয়টি অবহিত করতে বলেন।
সহকারী প্রক্টর মোহাম্মদ রোকন উদ্দিন, আব্দুল মান্নান ও শঙ্কর বড়ুয়াও এ সময় রেজিস্ট্রারের কক্ষে উপস্থিত ছিলেন।
তবে ঘটনার বিষয়ে জানতে চাইলে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।