ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চাকরি নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৫, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- রাজধানীর মিরপুরে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মিরপুর মধ্য পীরেরবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ৩ জন হলেন- জেসমিন রেজা (৪০), মির্জা সাগর (২১) ও জোবায়ের হোসেন (২৫)। বুধবার (১৫ নভেম্বর) মিরপুর মডেল থানার ওসি মহসীন এসব তথ্য জানান।

ওসি মহসীন জানান, তারা নিজেদের একটি সিকিউরিটি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। গ্রেপ্তার জেসমিন নিজেকে প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এবং বাকি দুইজন কর্মকর্তা পরিচয় দেন। এরপর চাকরি দেয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেন।

ভুক্তভোগীদের অভিযোগ, ফেসবুকে একটি পেইজ থেকে মার্কেটিং ও নিরাপত্তারক্ষীসহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞাপন দেয়া হয়। বিজ্ঞাপনে ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা বেতন দেয়া হবে বলে জানানো হয়। সেই বিজ্ঞাপন দেখে মিরপুরের অফিসে যান বেকার যুবকরা। এসব যুবকদের কাছ থেকে প্রথমে ৫০০ টাকা করে নেয়া হয় রেজিস্ট্রেশনের নামে। এরপর জামানত হিসেবে নেন ২০ হাজার টাকা। কিন্তু টাকা নেয়ার পর আর চাকরি মেলে না।

অভিযোগকারীরা জানান, তারা ৬ জনের কাছ থেকে ১ লাখ ২৫ হাজার টাকা জামানত নিয়ে আর চাকরি দেননি। উল্টো তাদেরকে বিভিন্ন হুমকি ধমকি দেয়া হয়।

১৯৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।