raising sylhet
ঢাকাশনিবার , ১৭ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চার দফা দাবিতে সিলেটে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন

rising sylhet
rising sylhet
আগস্ট ১৭, ২০২৪ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

গণহত্যার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার চার দফা দাবিতে মানববন্ধন করেছে জাতীয় শিক্ষক ফোরাম, সিলেট মহানগর শাখা। শনিবার (১৭ আগস্ট) দুপুর ২টায় নগরীর কোর্টপয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জাতীয় শিক্ষক ফোরাম সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা আব্দুশ শহীদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক মো বোরহান উদ্দিন এর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমেদ।
এসময় তিনি বলেন, গত জুলাই-আগস্ট মাসে স্বৈরাচার, জালিম, খুনি সরকার কর্তৃক গণহত্যাসহ ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সকল গণহত্যার বিচার করতে হবে এবং বর্তমান শিক্ষা কারিকুলাম বাতিল করে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণকামী একটি নতুুন শিক্ষা কারিকুলাম প্রনয়ণ করতে হবে ।

মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি আলহাজ্ব নজির আহমেদ, ইসালমি আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সহ সভাপতি ডা রিয়াজুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম এর সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ইমাদ উদ্দিন, সহসভাপতি শাহজালাল মডেল স্কুল এর প্রধান শিক্ষক মাওলানা মতিউর রহমান খান, সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো শাহীন আলম, প্রভাষক রাশেদুল ইসলাম, প্রভাষক মোজাফফর হোসেন, জাতীয় শিক্ষক ফোরাম এর দপ্তর সম্পাদক প্রভাষক আবু তালহা পাপ্পু, প্রভাষক সাকিব আহমেদ, ইসলামি যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা বদরুল ইসলাম, ইসলামি ছাত্র আনদোলনের জেলা সভাপতি আরিফুর রহমান শামীম, আল বাবুর রহমান চৌধুরী, উলামা মাসায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর শাখার সেক্রেটারি মাওলানা বদরুল ইসলাম প্রমুখ।

৪৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।