• ১২ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

চার বছরের শিশু ধ র্ষ ণে র দ্বায়ে পুলিশ’কে গ ণ পি টু নি

risingsylhet.com
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৩
চার বছরের শিশু ধ র্ষ ণে র দ্বায়ে পুলিশ’কে গ ণ পি টু নি

রাইজিংসিলেট- ভারতে ৪ বছরের এক কিশোরীকে পুলিশ কর্তৃক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভারতীয় এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনী দায়িত্বে থাকা সাব-ইন্সপেক্টর ভূপেন্দ্র সিং শুক্রবার বিকেলে মেয়েটিকে প্রলুব্ধ করে তার ঘরে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনার প্রতিবাদে ওই পুলিশ সদস্যের শাস্তি দাবি করে থানা ঘেরাও করেছে ওই শিশুর গ্রামের বাসিন্দারা। এমনকি ওই পুলিশ সদস্যকে ব্যাপক মারধর করা হয়েছে। দাউসার সহকারী পুলিশ সুপার বজরং সিং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সহকারী পুলিশ জানিয়েছে, সাব-ইন্সপেক্টর ভূপেন্দ্র সিং নির্বাচনী দায়িত্বে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি ওই শিশুটিকে নিজের অফিসে ডেকে এনে ধর্ষণ করেন। তাঁকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর তদন্তও শুরু হয়েছে। আর শিশুটি একটি সরকারী হাসপাতালে ভর্তি আছে।

এই ঘটনার পর স্থানীয় বিজেপি এমপি কিরোদি লাল মীনা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, পুলিশ কর্তৃক দলিত শিশু ধর্ষণের ঘটনায় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। বিজেপি সাংসদ মেয়েটির পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া ও যথাযথ বিচারের আশ্বাস দেন।

৮০ বার পড়া হয়েছে।