বড়লেখায় রবি চাষা (৪৫) নামে এক চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, রোববার চা শ্রমিক রবি চাষার বাড়িতে কেউ ছিলেন না। সবাই যার যার কাজে গিয়েছিলেন। সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে যে কোনো সময় বাড়ির উঠানের জাম্বুরা গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রবি চাষা। পরে স্বজনরা ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন।
বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার জানান, ময়না তদন্তের জন্য নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিহত রবি উপজেলার নিউ সমনবাগ চা বাগানের হাসপাতাল লাইনের মৃত হরিয়া চাষার ছেলে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।