• ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

চা শ্রমিকের সন্তানদের স্কুলে ভর্তির হার বেড়েছে

risingsylhet.com
প্রকাশিত মার্চ ১৪, ২০২৩

স্কুলে ভর্তির হার ৪৮ শতাংশ থেকে ৯৭ শতাংশে উন্নীত হয়েছে চা শ্রমিকের সন্তানদের।
মঙ্গলবার (১৪ মার্চ) হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসন জানায়, হবিগঞ্জের চারটি উপজেলার ৩৬টি চা বাগানের প্রায় তিন হাজার শিশু স্কুলে যাওয়া প্রায় ছেড়ে দিয়েছিল। করোনা সংক্রমণের সময় অবস্থা আরও খারাপ হয়।

এ বিষয়টি জেলা প্রশাসক ইশরাত জাহানের নজরে এলে এ অবস্থা থেকে উত্তরণে তিনি তাৎক্ষণিক উদ্যোগ নেন।

পরে জেলা প্রশাসক শিশুদের স্কুলে ভর্তিতে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে তাদের জন্ম নিবন্ধনের ব্যবস্থা করে দেন। বাগান কর্তৃপক্ষ, এনজিও এবং শিক্ষা বিভাগকে নিয়ে কৌশলে কাজ করায় দ্রুত অবস্থা পাল্টে গেছে। চা শ্রমিকের সন্তানদের স্কুলে ভর্তির হার ৪৮ শতাংশ থেকে বেড়ে এখন ৯৭ শতাংশে উন্নীত হয়েছে।

২০ বার পড়া হয়েছে।