raising sylhet
ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চা শ্রমিকের সন্তানদের স্কুলে ভর্তির হার বেড়েছে

rising sylhet
rising sylhet
মার্চ ১৪, ২০২৩ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

স্কুলে ভর্তির হার ৪৮ শতাংশ থেকে ৯৭ শতাংশে উন্নীত হয়েছে চা শ্রমিকের সন্তানদের।
মঙ্গলবার (১৪ মার্চ) হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসন জানায়, হবিগঞ্জের চারটি উপজেলার ৩৬টি চা বাগানের প্রায় তিন হাজার শিশু স্কুলে যাওয়া প্রায় ছেড়ে দিয়েছিল। করোনা সংক্রমণের সময় অবস্থা আরও খারাপ হয়।

Advertisements

এ বিষয়টি জেলা প্রশাসক ইশরাত জাহানের নজরে এলে এ অবস্থা থেকে উত্তরণে তিনি তাৎক্ষণিক উদ্যোগ নেন।

পরে জেলা প্রশাসক শিশুদের স্কুলে ভর্তিতে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে তাদের জন্ম নিবন্ধনের ব্যবস্থা করে দেন। বাগান কর্তৃপক্ষ, এনজিও এবং শিক্ষা বিভাগকে নিয়ে কৌশলে কাজ করায় দ্রুত অবস্থা পাল্টে গেছে। চা শ্রমিকের সন্তানদের স্কুলে ভর্তির হার ৪৮ শতাংশ থেকে বেড়ে এখন ৯৭ শতাংশে উন্নীত হয়েছে।

১০১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।