চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে আলিফ বাহার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ নরপতি গ্রামে রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত শিশু আলিফ ওই এলাকার শাহজাহান বাহারের একমাত্র ছেলে।
চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১১টার দিকে খেলতে গিয়েছিল শিশু আলিফ। কিছুক্ষণ চোখের সামনে ওই শিশুকে না দেখতে পেয়ে খুঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা।
তিনি বলেন, পরে তাদের বাড়ির পাশে একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার বাবা ও আত্মীয়-স্বজনরা। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পরে বিকেল ৩.৩০ মিনিটে পারিবারিক কবরস্থানে শিশু আলিফকে দাফন করা হয়েছে।
৮৫ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।