ঢাকাসোমবার , ১০ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

চুরি করতে এসে স্থানীয় জনতার হাতে গণধোলাই

rising sylhet
rising sylhet
জুন ১০, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

ছাগল চুরি করতে এসে স্থানীয় জনতার হাতে গণধোলাই খেয়েছেন চার যুবক। পরে স্থানীয় জনতা তাদের পুলিশে সোর্পদ করেছে।

ঘটনাটি ঘটেছে সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের বাওনপুর গ্রামে।

আটককৃতরা হলেন- সিলেট সদর উপজেলার সাহেবেরগাঁও গ্রামের মো. মকবুলের ছেলে জামিল (২১), টুকেরবাজার এলাকার আজির উদ্দিনের ছেলে মোজাজ্জিল হোসেন (২২), হাটখোলা সতর এলাকার আমির উদ্দিনের ছেলে জফির উদ্দিন (২২) ও সুনামগঞ্জের দিরাই উপজেলার খাগাউড়া গ্রামের প্রাণেশ তালুকদারের ছেলে টিপন তালুকদার (২০)।

জানা গেছে, গত রোববার (৯ জুন) বিকালে রোববার বিকাল ৪টার দিকে রশিদপু-বিশ্বনাথ সড়কের বাওনপুর গ্রামে আইয়ুব আলীর রাস্তার পাশ থেকে একটি ছাগল অটোরিকশায় (সিএনজি) তুলে নিয়ে যায় ওই ৪ চোর। এ সময় পেছন থেকে আরেকটি অটোরিকশার চালক বিষয়টি দেখতে পেয়ে ছাগল চোর, ছাগল চোর বলে চিৎকার করলে স্থানীয় এলাকাবাসী ধাওয়া দিয়ে ওই ৫ চোরকে আটক করে এবং গণধোলাই দেয়। পরে ৩নং ওয়ার্ড সদস্য শেখ ফজর রহমান সেখানে উপস্থিত হয়ে অটোরিকশাসহ ছাগল চোরদের বিশ্বনাথ থানা পুলিশের কাছে তুলে দেন। এ সময় অটোরিকশা জব্দ করা হয় ও তুলে নিয়ে যাওয়া ছাগলটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত সরকার বলেন, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।

১০১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।