ছাগল চুরি করতে এসে স্থানীয় জনতার হাতে গণধোলাই খেয়েছেন চার যুবক। পরে স্থানীয় জনতা তাদের পুলিশে সোর্পদ করেছে।
ঘটনাটি ঘটেছে সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের বাওনপুর গ্রামে।
আটককৃতরা হলেন- সিলেট সদর উপজেলার সাহেবেরগাঁও গ্রামের মো. মকবুলের ছেলে জামিল (২১), টুকেরবাজার এলাকার আজির উদ্দিনের ছেলে মোজাজ্জিল হোসেন (২২), হাটখোলা সতর এলাকার আমির উদ্দিনের ছেলে জফির উদ্দিন (২২) ও সুনামগঞ্জের দিরাই উপজেলার খাগাউড়া গ্রামের প্রাণেশ তালুকদারের ছেলে টিপন তালুকদার (২০)।
জানা গেছে, গত রোববার (৯ জুন) বিকালে রোববার বিকাল ৪টার দিকে রশিদপু-বিশ্বনাথ সড়কের বাওনপুর গ্রামে আইয়ুব আলীর রাস্তার পাশ থেকে একটি ছাগল অটোরিকশায় (সিএনজি) তুলে নিয়ে যায় ওই ৪ চোর। এ সময় পেছন থেকে আরেকটি অটোরিকশার চালক বিষয়টি দেখতে পেয়ে ছাগল চোর, ছাগল চোর বলে চিৎকার করলে স্থানীয় এলাকাবাসী ধাওয়া দিয়ে ওই ৫ চোরকে আটক করে এবং গণধোলাই দেয়। পরে ৩নং ওয়ার্ড সদস্য শেখ ফজর রহমান সেখানে উপস্থিত হয়ে অটোরিকশাসহ ছাগল চোরদের বিশ্বনাথ থানা পুলিশের কাছে তুলে দেন। এ সময় অটোরিকশা জব্দ করা হয় ও তুলে নিয়ে যাওয়া ছাগলটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত সরকার বলেন, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।