raising sylhet
ঢাকাশনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চোরাইপণ্যর নিরাপদ রোড হচ্ছে সিলেট সীমান্ত এলাকা-৫০ বস্তা চিনিসহ ৩ চোরাকারবারি আ ট ক

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

চোরাইপণ্যর নিরাপদ রোড হচ্ছে সিলেট সীমান্ত এলাকা ।

সীমান্তের পর চোরাকারবারিদের দুটি বিশাল ঘাটি রয়েছে জৈন্তাপুর উপজেলার হরিপুর সদর উপজেলার বটেশ্বর বাজারে। শুক্রবার সিলেট সদর উপজেলার খাদিপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বটেশ্বরবাজারের পান্না মার্কেটের তামাম বস্ত্রালয় নামের একটি দোকানের পিছনের গুদামে ভারতীয় চিনির বস্তা পরিবর্তন করা হচ্ছে।

খবর পেয়ে সেখানে অভিযান চালায় শাহপরাণ পুলিশ ফাঁড়ির আইসি এসআই মিজানুর রহমানসহ পুলিশের একটি দল। অভিযানে তারা বটেশ্বর বাজারের ঐ গুদাম থেকে ৫০ বস্তা ভারতীয় চিনি জব্ধ করে। কানুগুল গ্রামের মৃত আতিব মিয়া ছেলে সুফিয়ানকে আটক করে পুলিশ। পরে অভিযান চালিয়ে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল খান চাবাগানের বাসিন্দা অনন্ত রায়ের ছেলে অঞ্জন রায় ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বড় মাকুয়া গ্রামের মুনাই মিয়ার ছেলে (বটেশ্বর মনাই টিলার বাসিন্ধা) কলিম উদ্দিনসহ তিন চোরাকারবারিকে পুলিশ আটক করতে সক্ষম হয়। পরে এ ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা ও চোরাচালান প্রতিরোধ আইন একটি মামলা দায়ের করা হয়। যাহার মামলা নং-৩৪/২০২৪ইং।

এ বিষয়ে শাহপরাণ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বটেশ্বর বাজারের পান্না মার্কেটের একটি গুদামে ভারতীয় চিনির বস্তা বদল করে বাজারজাত করার জন্য প্রস্তুতি নিচ্ছে চোরাকারবারিরা। গোপন খবর পেয়ে শাহপরাণ মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ একটি টিম অভিযান চালিয়ে ৫০ বস্তা চিনিসহ সুফিয়ান নামের এক চোরাকারবারিকে আটক করে। পরে সেখানে কিছু কতিপয় ব্যক্তি উপস্তিত হয়ে পুলিশের সাথে তর্ক-বিতর্কে জড়িয়ে যায়। রাতেই ডিসি দক্ষিণ স্যারের নেতৃত্বে আমিসহ পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোরাচালানের সাথে জড়িত আরো দুজন চোরাকারবারিকে আটক করি। এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এসএমপি মিডিয়া অফিসার সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বটেশ্বর বাজার থেকে ৫০ বস্তা ভারতীয় চিনিসহ ৩ চোরাকারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও চোরাচালান প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়ে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘদিন থেকে ভারতীয় সীমান্ত থেকে সিলেটসহ সারাদেশে প্রবেশ করছে ভারতীয় চোরাইপন্য, চিনি, কসমেটিক্সসহ মাদক দ্রব্য। গত ৫ আগষ্ট সরকার পরবিবর্তন হলে চোরাচালানের নিয়ন্ত্রণে কিছুটা হাত বদল হয়। হরিপুর বাজার বা সীমান্ত এলাকা থেকে বটেশ্বর বাজারে চোরাই চিনি আসার পর নির্দিষ্ট গুদামে এসব চিনি স্টক করে রাখা হয়। কখনো-কখনো এসব চিনির প্যাকেট ও বদল করা হয় এসব গুদামে। বটেশ্বর এলাকাটি জেলা ও এসএমপির সদর ও জৈন্তাপুর সীমান্ত হওয়ায় সহজে এসব চোরাকারবারীরা তাদের পন্য গুদামে নিয়ে আসতে পারে। এসব গুদাম থেকে সুযোগ বুঝে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। বটেশ্বর বাজারসহ আশে পাশের এলাকায় ৪/৫টি ভারতীয় চিনির গুদাম রয়েছে। বটেশ্বর গৈলাপাড়া মসজিদের বিপরীতে একটি ভবনের নিচ তলায় রয়েছে ভারতীয় চিনির একটি বিশাল গুদাম। বটেশ্বর পুরানবাজারের রেশনের গলিতে রয়েছে একাধিক চোরাই চিনির গুদাম। বটেশ্বর এমআর হাইজিংয়ে দুটি গুদাম রয়েছে। বাইপাস এলাকায় রয়েছে একাধিক গুদাম। শিল্পনগরী বিসিক এলাকায় রয়েছে আরো কয়েকটি ভারতীয় চোরাই চিনির গুদাম। পিরের বাজারের একটি মার্কেটে রয়েছে আরেকটি চিনির গুদাম। মামার দোকানের কাছে এরকম রয়েছে আরেকটি ভারতীয় চিনির গুদাম।

৬০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।