সিলেট মহানগর পুলিশ চোরাই মোটরসাইকেলসহ আপন দুইভাইকে আটক করেছে ।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্তি উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ২০ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল চারটার দিকে মহানগরীর শাহপরান (রহঃ) থানাধীন মুক্তিরচক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে আনা ভারতীয় মোটরসাইকেল বিক্রয়ের জন্য সিলেট শহরে আনা হচ্ছিল। এসময় ঐ দুই ভাইসহ মোটরসাইকেলটিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের সানকপুর এলাকার কবির আহমদের ছেলে কামরুল আহমদ (২৫) ও ইমরান আহমদ (১৯)।
৫৬ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।