চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ সূত্রে জানা গেছে, গত ৭ মে নগরীর জল্লারপাড়স্থ আতাউর কমপ্লেক্স সংলগ্ন গলি রাস্তা থেকে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ পিএলসি, সিলেট বিভাগের এরিয়া সেলস ম্যানেজার অরুপ রায় অপুর একটি মোটরসাইকেল চুরি কহয়। তিনি পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ অভিযান পরিচালনা করে চোর চক্রের এই তিনজনকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্য মতে সুনামগঞ্জের দিরাই থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নয়ন ইসলাম (১৯), কাউসার মিয়া (২৩) ও অভিনাশ বিশ্বাস (১৯।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
৬৬ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।