raising sylhet
ঢাকাসোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে কি জানালেন তামিম ইকাবাল

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে কি জানালেন তামিম ইকাবাল। অনেক দিন ধরেই তামিম ইকবালকে নিয়ে নানা গুঞ্জন চলছে। তামিমের ক্রিকেটে ফেরা না ফেরা নিয়ে হচ্ছে আলোচনা। গত বছর অবসর ঘোষণার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফেরেন তিনি। কিন্তু নানা নাটকীয়তায় তার আর স্থায়ী হওয়া হয়নি।

তামিমকে জাতীয় দলের জার্সিতে সর্বশেষ দেখা যায় গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর থেকে কার্যত বাইশগজে না থাকলেও টাইগার এই ওপেনারকে নিয়ে আলোচনা থেমে নেই। ক্ষমতার পালাবদলে দেশে এখন চলছে অন্তর্বর্তীকালীন সরকার।আবারও দৃশ্যপটে তামিম।

নাজমুল হাসান পাপন বিসিবির দায়িত্ব ছাড়ার পর তার স্থলাভিষিক্ত হন ফারুক আহমেদ। বিসিবির বসের দায়িত্বে ফারুত আসতেই তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। ‘জাতীয় দলের দরজা তার জন্য খোলা’ বলেই আভাস দিয়েছেন নতুন বিসিবি সভাপতি। অবশ্য তামিম এখনো কিছু জানাননি।

কারপুরে চলছে বাংলাদেশ-ভারতের টেস্ট সিরিজ। তামিম বর্তমানে চলমান সিরিজটির ধারাভাষ্যে ব্যস্ত সময় পার করছেন। সেখানেই ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন টাইগার এই ওপেনার। দল চাইলে আবারও ফিরতে পারেন, তবে কয়েকটা ম্যাচের জন্য শুধু নয়। বোর্ডের তরফে তাকে নিয়ে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা চান তিনি।

এই বিষয়ে তামিম বলেন, ‌‘যেভাবে আমি বিদায় নিয়েছিলাম, সেটা মোটেই সুখকর ছিল না। তাই যদি আমি আবার ফিরে আসি, তাহলে আমার জন্য একটা উদ্দেশ্য থাকা প্রয়োজন। আমি এমন কেউ নই যে শুধু খেলার জন্য ফিরে আসব এবং চার-পাঁচটি ম্যাচ খেলব। এর কি কোনো মানে হবে? সবাই বলে, ‘ফিরে আসো, আমরা তোমাকে চাই’, কিন্তু আমি যদি পাঁচটি ম্যাচ খেলে ফিরে যাই, তাহলে সেটা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য কোনো কাজে আসবে? যদি তারা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আসে এবং আমরা আলোচনা করতে পারি, তাহলে আমি চিন্তা করতে পারি।’

আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টটি সামনে রেখে তামিমের দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। এ ব্যাপারে সাবেক এই অধিনায়ক জানালেন, ‘এখন, আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছেন, যেখানে আপনার চার থেকে পাঁচটি ওয়ানডে থাকবে বড়জোর এবং ওয়েস্ট ইন্ডিজে তিনটি আছে। মূলত, আপনি ছয় থেকে সাতটি খেলার কথা বলছেন। আমি যে জায়গা থেকে সরে এসেছি এবং অন্য কেউ আমার ভূমিকা নিয়েছে, তখন আমি মনে করি না যে এই কয়েকটি ম্যাচের জন্য আমার ফিরে আসা বোধগম্য।’

তামিম আরও যোগ করেন, ‘তবে, এটা ভিন্ন জিনিস। যদি তারা (বিসিবি) আমাকে বলে যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চাই বা অন্তত আমরা সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে চাই এবং সম্ভবত এটাই হবে শেষ টুর্নামেন্ট যেখানে তিন বা চারজন সিনিয়র খেলোয়াড় খেলবে। পার্থক্য যাই হোক না কেন খেলবে এবং বিসিবি তা ঠিক করবে। এভাবেই আসলে প্রস্তাবটা আসতে হবে।’

মাঠে ফেরার জন্য সতীর্থদের ভূমিকার কথাও বললেন তামিম, ‘কথা হলো- আমি কি ক্রিকেট বোর্ডের হয়ে খেলবো, নাকি দলের হয়ে? (অনুরোধ) কোথা থেকে আসা উচিত? ক্রিকেট বোর্ড আমার দেখাশোনা করে কিন্তু খেলোয়াড়দেরও স্বাগত জানাতে হবে।’

২০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।