চ্যাম্পিয়ন হয়েছে সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজ ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় অনুষ্টিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে সিলেট বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজ।
বিভাগীয় পর্যায়ের ফাইনালে হবিগঞ্জ জেলা চ্যাম্পিয়ন জেকে এন্ড এইচকে হাই স্কুলকে চার উইকেটে হারিয়েছে সিলেট জেলা চ্যাম্পিয়নরা।
হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে বিভাগীয় রাউন্ডে অংশ নেয় চার জেলার চার চ্যাম্পিয়ন স্কুল। ফাইনালে মুখোমুখি হয় সিলেট চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজ ও হবিগঞ্জ জেলা চ্যাম্পিয়ন জেকে এন্ড এইচকে হাই স্কুল। শিরোপা নিধারণী ম্যাচে সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজ চার উইকেটে জয় লাভ করেন।
আগে ব্যাট করা জেকে এন্ড এইচকে হাই স্কুল অলরাউন্ডার সিঙ্কুর দারুণ বোলংয়ে মাত্র ১১৯ রানে অলআউট হয়ে যায় ৩০.৩ ওভারে। তিন উইকেটে ১০০ রান সংগ্রহ করা দলটির সিঙ্কুর বোলিং তোপে মাত্র ১১৯ রানেই শেষ হয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেছেন তানিম। নিলয় করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান। সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজের হয়ে ফাইনাল সেরা হওয়া খেলোয়াড় সিঙ্কু ৮ ওভারে এক মেডেনে ২০ রানে পাঁচটি উইকেট শিকার করেছেন। সাত ওভারে ২২ রানে তিনটি উইকেট শিকার করেছেন রাফাত।
বিভাগীয চ্যাম্পিয়ন হওযায় সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজ ঢাকায় জাতীয় রাউন্ডে অংশ নেবে। গত বছরও সিলেটে চ্যাম্পিয়ন হয়েছিলো প্রতিষ্ঠানটি। ঢাকায় জাতীয় রাউন্ডে অংশ নিয়ে খেলেছিলো কোয়ার্টারফাইনাল। সিলেট নগরের সাদিপুর, টিলাগড়ে অবস্থিত প্রতিষ্ঠানটির ক্রিকেট টিম পরিচালনায় সহায়তা করে স্বেচ্ছাসেবী সংস্থা এসএনপি স্পোর্টস অ্যান্ড সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
১২০ রানের লক্ষ্যে খেলতে নামা সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজ ২৭ ওভারে ছয় উইকেট হারিয়ে শিরোপা নিশ্চিত করে ফেলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করেছেন রনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেছেন সিঙ্কু। ২৫ রান করেছেন তায়হান। ১৪ রান করেছেন অধিনায়ক শাওন। জেকে এন্ড এইচকে হাই স্কুলের হয়ে শাহাদ, নিরব, অভি ও তানিম একটি করে উইকেট লাভ করেন।