ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ছাতকের আফজালবাদ ইউনিয়নে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেত্রিকরন কর্মশালা অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১৫, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়ন পরিষদে ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম কতৃক নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রিকরন শীর্ষক ইউনিয়ন কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ ১৫ ই জানুয়ারী ইউনিয়ন পরিষদের হলরুমে ব্রাক কতৃক নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রিকরন শীর্ষক কর্মশালা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ মিয়ার সভাপতিত্বে ও প্রোগ্রাম অর্গানাইজার সাজেদা বেগমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এছাড়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমআরসি কো-অর্ডিনেটর মোঃ নজরুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলা বাজার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা আফিয়া বেগম, সৈয়দ আহমদ, বিপ্লব রায়, মোঃ জহির আলী, মোঃ আব্দুল মতিন, মোঃ ফয়জুর রহমান, মোঃ মিলাদ হোসেন, মোছাঃ চন্দ্র মালা বিবি, মোছাঃ আসনা আক্তার রিমা, মোঃ আকলাবুন নেছা,সহ অনেক বিদেশ ফেরত বিদেশগামী ও এলাকার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রত্যশা-২ এর পরিকল্পনা বিদেশগামী ব্যক্তিদের সচেতনতা ও বিদেশ ফেরত ব্যাক্তিদের সুরক্ষায় কর্মসংস্থানের আংশিক সাপোর্ট নিয়ে
এ বিষয়ে আলোচনা করা হয়।

৩৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।