ছাতক প্রতিনিধিঃসুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সমর্থনে ছাতক গোবিন্দগঞ্জ রোডের কালারুকা এলাকায় (গত ২২ নভেম্বর) বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন। বিক্ষোভ শেষে জামাত বিএনপির নৈরাজ্য বন্ধে কটুর হুশিয়ারি দেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আপ্তাপ উদ্দিন।
এর আগে কালারুকা ইউনিয়ন পরিষদের হল রুমে, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল আউয়ালের সঞ্চালনায় ইউনিয়ন আওয়ামী অঙ্গসংগটনের নেতা কর্মীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা ও কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলম। এছাড়াও বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মোঃ তাজউদ্দিন,আওয়ামীলীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান২ জালাল উদ্দিন,আওয়ামিলীগ নেতা আরশ আলী, বীর মুক্তিযোদ্ধ মখবুল আলী,ইউপি সদস্য আব্দুল আউয়াল ও নানু মিয়া,আওয়ামীলীগ নেতা কদর মিয়া, সমুজ মিয়া,আমিরুল হক, আতিকুর রহমান, আব্দুল্লা আল মামুন,ইঞ্চিনিয়ার মামুন আহমদ, ইউনিয়ন যুবলীগ নেতা সাব্বির আহমদ হৃদয়, আব্দুস ছুবহান,মামন্দ আলী,মালেক মিয়া,ইউপি সদস্য নজর আমিন, আবুল হাসনাত,হাজী আমিনুল হক,তাজুল,কাইয়ুম,আমিরুল হক,আনোয়ার হোসেন,কামাল উদ্দিন,দিদার আলম,আবুল হাসনাত,আব্দুর রহিম,বাবুল মিয়া,মখলিছ আলী,রশিদ আলী,জসিম উদ্দিন,আঙ্গুর মিয়া,আরফাত আলী,আনফর আলী,ছয়ফুল আলম,হুশিয়ার আলী,ইসলাম উদ্দিন,রফিক উদ্দিন,আব্দুস সালাম,মখলিছ আলী,আলী আহমদ,ছালে আহমদ,দুলন মিয়া,জুলহাস,আবুল কালাম,সহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
এসময় বক্তারা বলেন দেশের উন্নয়নের দ্বারাকে অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে আবারো জননেত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে। জামাত বিএনপির সরযন্ত্র ও অপপ্রচারকে রুখে দাড়াতে সকল নেতা কর্মীদেরকে নির্বাচন পর্যন্ত মাঠে কাজ করার আহবান জানানো হয়।