ঢাকাবুধবার , ১২ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ছাতকের গোবিন্দগঞ্জে ধ র্ষ কের শাস্তির দাবিতে বিক্ষোভ ও পথসভা

rising sylhet
rising sylhet
মার্চ ১২, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সম্মিলিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্দোগে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার বাদ যোহর আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে গোবিন্দগঞ্জ পয়েন্টে এক পথসভা অনুষ্টিত হয়। সভার শুরুতে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন নুর মোহাম্মদ রিদ্বওয়ান।

হিউম্যানিটি অব সোশ্যাল ওয়েলফেয়ারের সভাপতি
হাফিজ রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত পথ সভায় বক্তব্য রাখেন, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আবদুস সালাম আল মাদানী, আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের অধ্যক্ষ মূহীউদ্দিন, ইউপি সদস্য হুসাইন আহমদ লনী, খুরমা উত্তর ইসলামী সমাজ কল্যান সংস্থার সাধারন সম্পাদক মাষ্টার আব্দুল ওয়াহিদ, মাওলানা জাকির হোসাইন প্রমুখ।

মানববন্ধনে আইডিয়াল ডেভেলপমেন্ট সোসাইটি, হিউম্যানিটি অব সোশ্যাল ওয়েলফেয়ার, আলো রক্তদান সমাজ কল্যান সংস্থা, বারাকাহ সমাজ কল্যান, খুরমা উত্তর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, ব্লাড ফাইটার্স সোশ্যাল ওয়েলফেয়ার, অগ্রগামী সমাজ কল্যান সংস্থ, হিলফুল ফুজুল সমাজ কল্যান সংস্থা, গোবিন্দগঞ্জ স্টুডেন্ট ইউনিয়ন, বারাকা ফিটনেস এন্ড জিম, উদয়ন রক্তদান সমাজ কল্যান সংস্থা, আল ফজল ছাত্ট সংসদ, খুরমা উত্তর ইসলামী সমাজ কল্যান পরিষদ, গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাব সমিতি, জনকল্যাণ সোসাইটি কেন্দ্রীয় পরিষদ, আহবান সমাজ কল্যান সংস্থা, রাহমানিয়া সমাজ কল্যান পরিষদ, অগ্রগামী ইসলামী সমাজ কল্যান সংস্থাসহ আরো অনেকে বিভিন্ন ব্যানারে মানববন্ধনে অংশ গ্রহন করেন।

আয়োজক বৃন্দের পক্ষে সমাপনী বক্তব্য রাখেন খালেদ আহমদ প্রমুখ।

৬৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।