
ফজল উদ্দিন,ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের ছাতকে অবৈধভাবে পিয়াইন নদীতে অবৈধ বালু উত্তোলনের সময় ০১টি ইঞ্জিন চালিত স্টিলের তৈরি বালুবাহী নৌকা ও একজন কে গ্রেফতার করেছে ছাতক নৌ পুলিশ।
(গত ৮ সেপ্টেম্বর) ছাতক পুলিশ পরিদর্শক(নি:) নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানাধীন লামলীগাও, বুড়িডহর গ্রামে ইজারা বহির্ভূত পিয়াইন নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ঘটনার স্থল থেকে,০১টি ইঞ্জিন চালিত স্টিলের তৈরি বালুবাহী নৌকা ও মো: সোহাগ (২৫) পিতা-আবুল কালাম সাং-বালিঝুড়ি থানা- তাহেরপুর জেলা সুনামগঞ্জকে আটক করা হয়।
এঘটনায় পুলিশ পরিদর্শক( নি:) মো: আনোয়ার হোসেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে কোম্পানীগঞ্জ থানার মামলা নং-০৭ তাং-০৮/০৯/২০২৫খ্রি: ধারা- বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) রুজু করা হয়।
পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন বলেন,ছাতক নৌ পুলিশ ফাঁড়ি এলাকায় যাতে কোন ধরনের অবৈধ বালু উত্তোলন ও পাথর চুরি না হয় সে ব্যাপারে ছাতক নৌ পুলিশ ফাঁড়ি সর্বদা সজাক করেছে।
পড়ে আসামি কে ছাতক নৌ পুলিশের মাধ্যমে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে।