ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে উপজেলা প্রশাসন ও ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে “প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্য হীন বাংলাদেশ আমাদের সবার ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার সাজেদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, সহ সভাপতি ফজল উদ্দিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ছাতক উপজেলা সভাপতি মোশাহিদ আলী, ইউপি সদস্য ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও ব্রাক মাইগ্রেশন কমিটির সভাপতি অজিত কুমার দাস।এসময় সভায় উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, উপ- সহকারি প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম,উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়,জয়দেব চন্দ্র দেবনাথ, সার্টিফিকেট সহকারী কমলেশ চক্রবর্তী অপু প্রমূখ।
সভায় সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন প্রবাসীদের অধিকার আদায়ের লক্ষ্য ও মানব উন্নয়নে মানুষের কল্যাণে বেসরকারি সংস্থা ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে যেসব কাজ করছে তা অত্যান্ত ভালো উদ্যোগ। পাশাপাশি প্রশিক্ষন, বৃক্ষ রোপণ ও স্বাস্থ্যসেবায় কাজ করতে হবে। তবেই নিরাপদ অভিবাসন, পূণ একত্রি করন ও বিদেশ ফেরত পূনর্ভাসনের লক্ষ্য পূরণ হবে।