ঢাকাবুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে ইসলামিক সোশ্যাল ওয়েল ফেয়ার ট্রাষ্টের নিকট সুহিতপুর গ্রামে ওয়াকফ এষ্টেট হস্তান্তর

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৮, ২০২৪ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সুহিত পুর গ্রামস্থ হযরত আবু বকর সিদ্দিক (রা)হাফিজিয়া এবতেদায়ী মাদ্রাসা ওয়াকফ এষ্টেট ইসলামিক সোশ্যাল ওয়েল ফেয়ার ট্রাষ্টের নিকট হস্তান্তর অনুষ্ঠান গত মঙ্গলবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানি। ট্রাষ্টের চেয়ারম্যান মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে ও ট্রাষ্টের এসিস্ট্যান্ট সেক্রেটারি আতাউল মগনীর পরিচালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ট্রাষ্টের জেনারেল সেক্রেটারি এডভোকেট সুফি আলম সোহেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হস্তান্তর কারি এষ্টেটের প্রতিষ্টাতা ও দাতা দিলারা বেগম ঝর্না,তারেক আহমদ সৌরভ, সালমা আহমেদ ববি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হোসাইন আহমেদ লনি,ইন্জিনিয়ার ইকবাল হোসেন, শিক্ষাবিদ মাস্টার ছালিক আহমদ,মাওলানা আব্দুল ওয়াদুদ, ডা.তামিম আহমদ, শিক্ষাবিদ উমেদ আলী, নাজমুল হাসান জুয়েল, আাল- আমিন, রাজনীতিবিদ নজমুল ইসলাম, ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি রমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন প্রমূখ।

অনুষ্টানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা এমরান আহমদ। প্রধান আলোচকের বক্তব্য এডভোকেট সূফি আলম সোহেল বলেন এ প্রতিষ্টানটির মধ্য দিনের দ্বীনের খেদমত করার সুযোগ রয়েছে। আখেরাতের মুক্তি ও পরকালীন শান্তির উদ্দেশ্য নিয়েই প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে।দ্বীনি শিক্ষার মহান ব্রত নিয়ে এটি নিজের প্রতিষ্টান হিসেবে আন্তরিকতার সহিত কাজ করে সবাই সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে।

৬০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।