raising sylhet
ঢাকাসোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে এইট স্টার ফুটবল এসোসিয়েশন হাসনাবাদ অষ্টগ্রাম’র টুর্নামেন্টের উদ্বোধন

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ফজল উদ্দিন ছাতক থেকেঃঃ ছাতকে পর্দা উঠলো এইট স্টার ফুটবল এসোসিয়েশন হাসনাবাদ অষ্টগ্রামের দ্বিতীয় টুর্নামেন্টের। মঙ্গলবার বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদে মুহিবুর রহমান মানিক পাবলিক খেলার মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলম।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তাজ উদ্দিনের সভাপতিত্বে ও এসোসিয়েশনের সেক্রেটারি এমএইচ খালেদ মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আপ্তাব উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী মাসুক মিয়া, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসাইন মোহাম্মদ মহসিন, মুরব্বি উস্তার আলী, সুনামগঞ্জ জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য মানোয়ার আলী মনর, আশরাফুল আলম তারু, ছাত্রলীগ নেতা শিপলু আহমদ, বাহা উদ্দিন শাহী, আবদুর রহিম, আবদুল্লাহ মিয়া, জাহাঙ্গীর আলম, সাদ্দাম হোসেন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সদস্য এআর ছায়েম ও পাপলু মিয়া, ছমছুল ইসলাম প্রমুখ।

Advertisements

পরে টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে অংশ নেয় ছাতক ফুটবল একাদ্বশ ও তানিশা ফুটবল একাডেমি জাউয়াবাজার। নির্ধারিত সময়ে কোন পক্ষ গোল করতে না পারায় ট্রাইব্রেকারে মাধ্যমে উদ্বোধনী ম্যাচ সমাপ্তি ঘটে। ট্রাইব্রেকারে ৪-৩ গোলে বিজয়ী হয় ছাতক ফুটবল একাদ্বশ।

পরে পুরস্কার বিতরণীতে বিজয়ী দলকে বাইসাইকেল ও বিজয়ী দলের গোল রক্ষক মুজাক্কিরকে ম্যান অব দ্য টুর্নামেন্ট হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়।

১৬৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।