ছাতক প্রতিনিধিঃ ছাতকের এক শিক্ষিকা বিদ্যালয়ে না গিয়েও নিয়মিত মাসিক বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে, জামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক সহকারী শিক্ষিকা অনুপমা দাশ লিজার বিরুদ্ধে।
এ নিয়ে গত ১৫ আগস্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আজিজ রহমান সিলেট প্রাথমিক শিক্ষা বিভাগীয় পরিচালক, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার, ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও ছাতক উপজেলা চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষিকা অনুপমা দাশ লিজা ২০২১ সালের ১ জুলাই থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ৬ মাস ২য় মাতৃত্বকালীন ছুটি ভোগ করেন। এরপর ২০২১ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২২ সালের ৫ মার্চ পর্যন্ত তিনি বিদ্যালয়ে কর্মরত ছিলেন। ২০২২ সালের ৬ মার্চ থেকে ২০২৩ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত একটানা এক বছর ৯ মাস ৫ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন শিক্ষিকা লিজা। পরবর্তীতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ মে পর্যন্ত তিনি বিদ্যালয় উপস্থিত থাকলেও ২৬ মে থেকে পুনরায় তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী জানায়, অনুপম দাস লিজা তার মনগড়া ছুটি ও ইচ্ছামতো চলাফেরা করছেন। তাকে কেউ বাধা দিলে তার ওপর বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়ে শিক্ষা কর্মকর্তার মাধ্যমে হয়রানি করাত। যে কারণে এসব বিষয়ে কেউ এতদিন মুখ খুলতে সাহস পায়নি।
ইউএনও গোলাম মুস্তফা মুন্না বলেন, শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ প্রাপ্তির পর তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। এ দুর্নীতির সঙ্গে সরাসরি শিক্ষা কর্মকতারা জড়িত রয়েছে।