ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে এলাকাবাসীর সাথে জাপা নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৮, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রিয় জাতীয় পার্টির সদস্য, যুক্তরাজ্য প্রবাসী রুহুল আমীন বলেছেন, জীবন-জীবিকার তাগিদে প্রবাসে বসবাস করলেও দেশ এবং দেশের মানুষের কথা কোনদিন ভূলেননি। যে কোন দূর্যোগে তিনি এবং তার নামীয় ফাউন্ডেশন এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দলীয় মনোনয়ন পেলে তিনি এই আসনে প্রার্থী হয়ে উন্নয়ন বঞ্চিতদের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন। (গত ১৮ নভেম্বর)শনিবার বিকেলে ছাতক উপজেলার জাতুয়া গ্রামের নিজ বাড়িতে এলাকাবাসীর সাথে মতবিনিময় কালে তিনি এসব কথাগুলো বলেন।

মুরুব্বি আবদুল মালিকের সভাপত্বিতে ও রুহুল আমিন ফাউন্ডেশনের সহসাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক মেম্বার এখলাছুর রহমান আখলন ও আজিজুর রহমান, শফিক মিয়া, আসমত আলী, তাজুল্লাহ, নিজাম উদ্দিন, ছাতক উপজেলা যুব সংহতির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল খায়ের, ফরিদ মিয়া, অবসর প্রাপ্ত সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা জিয়াউর রহমান, রুহুল আমিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক হাসান আহমদ, সহ সাধারণ সম্পাদক, সাইদুর রহমান শাহিদ, অফিস সম্পাদক আশিক আহমদ, সদস্য মহিম উদ্দিন, হুসাইন আহমদ, ওলিউর রহমান, শিহাব আহমদ, মাহবুব, রেদওয়ান, আতিক, জাকির হুসাইন, কলিম উদ্দিন, জাহিদুল ইসলাম, জসিম উদ্দিন প্রমুখ। এসময় এলাকার সর্বস্থরের কয়েক শত লোকজন উপস্থিত ছিলেন।

৫৫৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।