ছাতক প্রতিনিধিঃখুন,ধর্ষন,ডাকাতী, অস্ত্র,চাদাবাজি ও চুরি, এমন ভয়ংকর অপরাধের ২২ টি মামলার আসামি আব্দুস সালাম,১৬টি মামলার আসামী লেচু মিয়া,ও ১১টি মামলার আসামী আবুল কাশেম কে গ্রেফতার করা হয়েছে।
তাদের দেওয়া তথ্যের বিত্তিতে চুরাই হওয়া বৈদ্যুতিক মালামাল সহ আরো ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারকৃত সালাম ছাতক পৌরশহরের বাশখালা গ্রামের আরব আলীর পুত্র, তার বিরুদ্ধি বিভিন্ন অপরাধের ২২টি মামলা লেচু মিয়ার বিরুদ্ধে ১৬টি এবং আবুল কাশেরমের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গোপন সংবাদের বিত্তেতে
(গত বৃহশতিবার ১২ জানুয়ারী) দিবাগত রাত ভোর পাচ ঘটিকায় আব্দুস সালাম সহ একই এলাকার আকবর আলীর পুত্র কাশেম আলী ও ফজর আলীর পুত্র লেচু মিয়াকে তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায় সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ এহসান শাহের নির্দেশনায় তাৎক্ষনিক ঝাটিকা অভিযান চালিয়ে খুন,ডাকাতী,চুরি,চাদাবাজি, সহ অস্ত্র মাদকের ২২ টি মামলার আসামী আব্দুস সালাম, ১৬ টি মামলার আসামী লেচু মিয়া ও ১১ টি মামলার আসামী আবুল কাশেম কে ১৩ জানুয়ারী ভোর রাতে তাদের নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।
তাদের দেওয়া তথ্যের ছাতক,সুনামগঞ্জ ও সিলেট এর বৈদ্যুতিক সঞ্চালন লাইনের টাওয়ার থেকে চুরি হওয়া এঙ্গেল, ছাতক ও সিলেট কোতুয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রামের বাশখালি উপজেলার গন্ডামারা এলাকার মৃত দেলোয়ার হোসেনের পুত্র ফজলুল করিম,ওরফে বড়দা,বর্তমান ঠিকানা ছাতকের পুর্ব নোয়ারাই, দোয়ারাবাজার উপজেলার বিরসিং গ্রামের মৃত আব্দুল কাদিরের পুত্র মোঃ কাশেম বর্তমান ঠিকানা দক্ষিন মন্ডলীভোগ ছাতক।
ও ছাতক পৌরশহরের বাঘবাড়ি এলাকার আমির মিয়ার পুত্র রমজান আলী ও আনোয়ার হোসেন,সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সাহেবের মহল্লার শামছুল হকের পুত্র মারজান মিয়া কে চুরি হওয়া ২৮টি বৈদ্যুতিক এঙ্গেল সহ গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে ছাতক থানার মামলা নং ৪/২০১৩ তারিখ ১৩/জানুয়ারী ২০২৩,ধারা ৩৭৯ দায়ের করেছেন,বিদ্যুৎ বিভাগ ছাতক উপকেন্দ্রের সহকারী প্রকৌশলী সাক্ষর তালুকদার। তিনি জানান এই এলাকায় প্রায়ই চুরি হয় বিদ্যুৎকৃত সরঞ্জাম।
এ অভিযানে ছাতক থানার এসআই আতিকুল আলম খন্দকার,এসআই মোশাররফ, এসআই আসাদুজ্জামান রাসেল,এসআই মাসুদ রানা,এসআই মোখলেস,এসএসআই সোহেল সহ ছাতক থানা পুলিশের একটি টিম অংশগ্রহণ করে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন তাদের বিরুদ্ধে একাদিক মামলা রয়েছে। উদ্ধারকৃত মালামালের ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। শনিবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হয়েছে।
৫ বার পড়া হয়েছে।