
ফজল উদ্দিন,ছাতক প্রতিনিধি: ছাতক উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে ছাতক শহরের ট্রাফিক পয়েন্টে (গত ৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে ছাত্র-জনতার সমাবেশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ সমাবেশে নেতৃবৃন্দ উন্নয়ন, শান্তি ও রাজনৈতিক স্বচ্ছতা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক-দোয়ারাবাজার আসনে জামায়াত মনোনীত প্রার্থী, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি। তিনি বলেন, “আমরা দাড়ি-পাল্লায় ভোট চাই। নির্বাচিত হলে ছাতক-দোয়ারাবাজারকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি উন্নত এলাকায় পরিণত করব। জামায়াতে ইসলামীই পারে একটি ন্যায্য, শান্তিপূর্ণ ও জনগণের সরকার গঠন করতে।”
সমাবেশের প্রধান বক্তা, সাবেক ডাকসু ভিপি আবু সাদেক কায়েম বলেন, “ভারত, পাকিস্তান বা লন্ডনে বসে বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না। দেশের রাজনীতি করতে হলে বাংলাদেশে এসে জনগণের মুখোমুখি হতে হবে। জামায়াত জনগণের আশা-আকাঙ্কার দল। যুব সমাজ জেগে উঠেছে—কোনো অপশক্তি আর তাদের দাবিয়ে রাখতে পারবে না।”
সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সুরা সদস্য অ্যাড. রেজাউল করিম তালুকদার এবং পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসেন।
স্বাগত বক্তব্য দেন ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী।
সমাবেশে আরও বক্তব্য রাখেন:
মাওলানা আব্দুস সাত্তার (জেলা জামায়াত সুরা সদস্য), ডা. আব্দুল কুদ্দুছ (দোয়ারাবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান), হারুনুর রশিদ (দোয়ারাবাজার জামায়াত আমীর), মাওলানা জালাল উদ্দিন (ছাতক উপজেলা জামায়াতের সাবেক আমীর), শাহ আলম (জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি), ইঞ্জিনিয়ার নোমান আহমদ (ছাতক পৌর জামায়াত আমীর), অ্যাড. অলম উদ্দিন (জজ কোর্ট এ.পি.পি), ছাত্র নেতা শাহীনুর রহমান, আব্দুল হাই আজাদ, অ্যাড. সিরাজুল ইসলাম, ওবায়দুল হক শাহিন, সৈয়দ মুনসুর আলী, ফারহান শাহরিয়ার তুহিন, তাজুল ইসলাম (ছাতক পৌর শিবির সভাপতি), আফজাল হোসেন (উপজেলা উত্তর শিবির সভাপতি) প্রমুখ।
বক্তারা বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দল-মত-ধর্ম নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ছাতক-দোয়ারাবাজারকে আধুনিক ও জনবান্ধব একটি জনপদে রূপান্তর করা হবে।