ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে ট্রাফিকের দায়িত্বরত শিক্ষার্থীদেরকে ছাতা বিতরণ করলো ওয়াল্টন প্লাজা।
দেশ স্বাধীন হওয়ার পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাউয়াবাজারের সকল নেতৃবৃন্দ ট্রাফিকের দায়িত্ব,পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সকল কর্মসূচি পালন করছে তারা।
গত শনিবার (১০ আগষ্ট) সন্ধা ৬ ঘটিকায় উপজেলার জাউয়াবাজার সুনামধন্য প্রতিষ্ঠান ওয়াল্টন প্লাজা কর্তৃক ১৭ টি ছাতা উপহার দেওয়া হয় শিক্ষার্থীদেরকে।
শিক্ষার্থীরা বৃষ্টিতে ভেজে দায়িত্ব পালন করায় অতি উৎসাহিত হয়ে উপহার গুলো দেন ওয়াল্টনের ম্যানেজার।
ট্রাফিকের দায়িত্বরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাউয়াবাজারের সমন্বয়করা উপস্থিত ছিলেন তাজিদুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, মিফতাহ উদ্দিন, ইকবাল হুসেন তামিম,শেখ তাসকিন,আলহাজ্ব উদ্দিন,ইব্রাহিম সহ আরও প্রমূখ।
এসময় উপহার প্রদান করেন জাউয়াবাজার ওয়াল্টন প্লাজা ম্যানেজার গপিনাথ কারমুকার, অফিসার মোঃ নাদিম হোসেন, জে.আর. অফিসার মোঃ শাকিল আহমদ,সায়মন, জীবন সহ আরও প্রমূখ।