
ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি :: ছাতকে থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার আসামি রোয়াব আলী কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান- এর নেতৃত্বে এসআই সিকান্দার আলী, এসআই সৈয়দ গোলাম সারোয়ার, এএসআই শাহাবুদ্দিন, এএসআই ত্বোহা, এএসআই বিশ্বজিৎ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ থানা এলাকায় (২৭ নভেম্বর) বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি নোয়ারাই ইউনিয়নের ছনখাই গ্রামের মৃতঃ মখলিছ আলীর পুত্র রোয়াব আলী কে গ্রেফতার করা হয়েছে।
জানাযায়, গত ০৬ অক্টোবর ভূমি সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের হাবিবুর রহমান ও রোয়াব আলীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ছনখাই গ্রামের মেরাব আলীর ছেলে হাবিবুর রহমান(৩৬) গুরুতর আহত হলে তাকে ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন রয়েছে। এঘটনায় হাবিবুর রহমানের বোন শামিমা ইয়াসমিন ইবা বাদী হয়ে ছাতক থানায় (মামলা নং-১৮) তারিখ ১৭/১০/২৫ দায়ের করেন। এ মামলায় ১নং আসামী রোয়াব আলী কে গ্রেফতার করা হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান বলেন, গ্রেফতারকৃত আসামী রোয়াব আলী কে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।