ঢাকাবুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে প্রয়াস কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে উপ মহা পরিচালক জিয়াউল হাসান

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

ছাতক প্রতি‌নি‌ধি,ছাতকে জাউয়াবাজারে প্রয়াস কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপ মহা পরিচালক জিয়াউল হাসান।
গত বুধবার সকালে উপজেলার জাউয়াবাজার আমিন ব্রাদার্স সুপার মার্কেটের ৩য়-৪র্থ তলায় অবস্থিত জাতীয় সেবা পদক প্রাপ্ত আইসিটি উদ্যাগক্তা জুনায়েদ আহমদ’র প্রয়াস কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শক করেন।

এসময় উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের পরিচালক সঞ্জয় চৌধুরী, সুনামগঞ্জ জেলা কমান্ডেন্ট রুবায়েত বিন সালাম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ছাতক উপজেলা ইনচার্জ আব্দুল কাদির, উপজেলা প্রশিক্ষক মিথুন কুমার দে, যুক্তরাজ্য হেলমেট টাওয়ারের সাবেক কাউন্সিলার শাহ আলম, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি মুশাহিদ আলী, সহ সভাপতি অজিত কুমার দাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, প্রয়াসের উদ্যোক্তা ও জাতীয় সেবা পদক প্রাপ্ত জুনায়েদ আহমদ, প্রয়াসের সহকারী পরিচালক নুর আলী, ইসহাক ভূইয়া প্রমূখ।

ছাতকে প্রয়াস কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সিলেটে আনসার ও ভিডিপি মাধ্যমে ২০১৫ সালে ৭২ দিন মেয়াদী কম্পিউটার ট্রেনিং গ্রহণ করেন জুনায়েদ আহমদ। ২০১৭ সালের ৩ জানুয়ারী জাউয়াবাজারে প্রয়াস কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে যাত্রা শুরু হয়। বর্তমানে ৩ মাস মেয়াদী বেসিক কম্পিউটার প্রশিক্ষণ, ৬ মাস মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন ও ৬ মাস মেয়াদী গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ চলমান রয়েছে। এখানে ২০টি কম্পিউটারের মাধ্যমে ৩০ শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করছে। এর আগে অনেকেই প্রশিক্ষণ গ্রহণ করে উদ্যোক্তা হয়েছেন।

২৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।