ছাতক প্রতিনিধি:: সুনামগঞ্জের ছাতকে ইন্ডাস্ট্রিয়ালিষ্ট এণ্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে ছাতক তাহিরপ্লাজা ৪র্থ তালা চিলিস রেস্টুরেন্টে এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ছাতক পৌর শাখার আইবিডব্লিউএফ এর সভাপতি আব্দুল হাই আজাদ,সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায়,সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা জামাতের সূরা ও কর্ম পরিষদ সদস্য, এডভোকেট রেজাউল করিম তালুকদার,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,আইবিডব্লিউএফ সুনামগঞ্জ জেলা সভাপতি, ফরিদ আহমদ সহ-সভাপতি,বদরুল কাদির শিহাব,সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মামুন, ছাতক পৌর জামাতের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদ , পৌর জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি আবু সিদ্দিকা, পেশাজীবী পরিষদ ছাতক পৌর সভাপতি আজিজুল ইসলাম প্রমুখ।
উক্ত সভায় প্রধান অতিথির রেজাউল করিম তালুকদার ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন।
সভাপতি আব্দুল হাই আজাদ, সহ-সভাপতি আলী আজগর সোহাগ, ফয়জুর রহমান, আলাউদ্দিন,কবির আহমদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,সহ সাধারণ সম্পাদক আবু হেনা তারেক, নাজমুল হোসেন, জাকির হোসেন জুলন,আক্তার মিয়া, অর্থ সম্পাদক ইব্রাহিম মোঃ সাদেক, এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী আমজাদ, সহ-সাংগঠনিক আনোয়ার, মকবুল,আন্তর্জাতিক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আলম উদ্দিন, সমাজসেবক বিষয়ক সম্পাদক এরশাদ আলী, প্রচার সম্পাদক নাজমুল হাসান জুয়েল, দপ্তর সম্পাদক আব্দুল মোহাইমিন,সহ নাজিমুদ্দিন, শ্রম,আজিমুল হক, ক্রীড়া সম্পাদক রুকনুদ্দিন, সদস্য ইঞ্জিনিয়ার আবুল খান, মোহাম্মদ আব্দুল্লাহ, আফতাব উদ্দিন, শামীম, মোহাম্মদ আলী, আব্দুল মুকিত, নজির উদ্দিন, ছাইফুল ইসলাম।
সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি আব্দুল হাই আজাদ বলেন, আল্লাহ তা’আলা সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন আমরা যাতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি এবং ব্যবসায়ীদের সুখ দুঃখ আমরা ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে পারি।।