ঢাকাশনিবার , ৪ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি পরিবারের বসতঘর পুড়ে অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি

rising sylhet
rising sylhet
মে ৪, ২০২৪ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

ছাতক প্রতিনিধিঃসুনামগঞ্জের ছাতকে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি পরিবারের আধাপাকা ও টিনসেডের বসতঘর পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরজ্ঞাতি মনিপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

আগুনের লেলিহান দেখে গ্রামবাসী এগিয়ে এসে পরিবারের লোকজনকে প্রাণে বাঁচালেও রক্ষা করতে পারেনি তাদের বসতঘরসহ আসবাবপত্র। মুহুর্তের মধ্যে আগুনে গ্রামের রফিক মিয়া, মুহিউদ্দিন, শফিক উদ্দিন, আনোয়ার হোসেন, আবুল বশর, আবুল হাসনাত, আমির হোসেন, আবুল কালাম, আবুল হোসেন ও আফিয়া বেগমের বসত ঘরসহ প্রতিটি পরিবারের আসবাবপত্র, ধান-চাল, নগদ টাকা, মুল্যবান কাগজ ও জিনিসপত্র পুড়ে যায়।

খবর পেয়ে রাতেই ছাতক ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু এর আগেই দশটি পরিবারের সব কিছু পুড়ে গিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ড ঘটেছে।
এদিকে, শুক্রবার বিকেলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে দেখতে যান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এসময় তার সাথে একাধিক জনপ্রতিনিরা ছিলেন। তারা ক্ষতিগ্রস্থ পরিবারকে শান্তনা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।