raising sylhet
ঢাকামঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে মোটরসাইকেলের মুখোমুখি সং ঘ র্ষে প্রা ণ গেল পুলিশ কর্মকর্তার

rising sylhet
rising sylhet
আগস্ট ২৭, ২০২৪ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

ছাতক প্রতিনিধিঃসুনামগঞ্জের ছাতকে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো সুবীর তালুকদার (৩৩) নামের এক পুলিশের সার্জেন্ট। তিনি দিরাই উপজেলার বাসিন্দা ও সিলেট মেট্রোতে কর্মরত পুলিশ কর্মকর্তা ছিলেন। গত কাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের রাউলী এলাকায় যাত্রীবাহী মিনি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ যায় ওই পুলিশ কর্মকর্তার।

Advertisements

জানা যায়, সুভীর তালুকদার দিরাই বাড়ি থেকে নিজের মোটর সাইকেল যোগে সিলেট-সুনামগঞ্জ সড়ক দিয়ে সিলেটের কর্মস্থলে যাচ্ছিলেন সুভীর তালুকদার। মোটর সাইকেলটি সড়কের রাউলী এলাকায় পৌঁছামাত্র সুনামগঞ্জের দ্রুতগামী যাত্রীবাহি মিনিবাস (নং- সিলেট জ ১১-০৭০৪) মুখোমুখি সংঘর্ষে ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোটর সাইকেল আরোহী পুলিশ কর্মকর্তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সড়কের জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত বাস ও মোটর সাইকেল (নং-সিলেট-মেট্রো ল ১১-৫০৭৮) জব্দ করে থানায় নিয়ে আসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কবির।

১৭৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।