ঢাকাশুক্রবার , ২৩ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে শহীদ মুসলিম ক্লাবের টুর্নামেন্টের উদ্বোধন

rising sylhet
rising sylhet
মে ২৩, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ ছাতকে শহীদ মুসলিম ক্লাব আলমপুর-মাঞ্জিহারার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর-মাঞ্জিহারার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। চমকতারা ক্লাব গন্ধর্বপুর ও নাহিয়ান ক্লাব ধারন এর মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে নাহিয়ান ক্লাব ধারণকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে নাম লিখিয়েছে চমকতারা ক্লাব গন্ধর্বপুর।

এর আগে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম আলী রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার উস্তার আলী, বর্তমান মেম্বার সাজন আহমদ, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান, ছাতক মুফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মুশাহিদ আলী, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএইচ খালেদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ছাতক উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্য লিলু মিয়া, হেলাল মিয়া, আলী আহমদ তালুকদার, ইব্রাহিম আলী গেদা, সিরাজুল ইসলাম, আলাউদ্দিন, রহিম উদ্দিন, তাজ উদ্দিন, আইনুদ্দিন, আবদুল হেকিম, আবদুল কাহার ফকির, জসিম উদ্দিন, মুজিবুর রহমান প্রমুখ। টুর্নামেন্টে এলাকার ৩২টি টিম অংশ গ্রহণ করে। উদ্বোধনী টুর্নামেন্ট পরিচালনা করেন আবদুল বাছিত।

ম্যাচ শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে বিজয়ী ক্লাবকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ইব্রাহিম আলী রাসেলসহ বিশেষ অতিথিবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।