ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে ৪৭নং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটে লতিফিয়া কিন্ডারগার্টেন নামক একটি নতুন প্রতিষ্ঠান স্থাপনের পায়তারা চলছে এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায়কে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জানায়ায়, উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের ৪৭ নং আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৯৪৬ইং সনে প্রতিষ্টা লাভ করে এবং অত্যন্ত সুনামের সাথে লেখাপড়ার মান বৃদ্ধি করে আসছে। বিদ্যালয়ের চারদিকে ধাহারগাঁও, আলমপুর, মানজিয়ারা, ঘিলাচড়া, হামিদপুর গ্রাম নিয়ে বিদ্যালয়ের কেচ ম্যাপ গঠিত। সম্প্রতি একটি মহল ৪৭নং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাড়ে ৩ শত ফুট দুরত্বে লতিফিয়া কিন্ডারগার্টেন নামক একটি প্রতিষ্টান স্থাপনের পায়তারা করছে। বিদ্যালয়ের নিয়ম ণীতি ও প্রজ্ঞাপন অনুসারে ১ কিলোমিটারের ভিতরে অন্য কোন শিক্ষা প্রতিষ্টান না হওয়ার বিধান রয়েছে। গ্রামবাসীর অভিযোগ, এ বিষয়টি আলোচনায় আসলে তড়িগড়ি করে লতিফিয়া কিন্ডারগার্টেন নাম পরিবর্তন করে লতিফিয়া মডেল মাদরাসা আলমপুর নামকরন করা হয়।
এক সুত্র জানায়, ২০২৩ ইং সনে একই গ্রাম আলমপুরে আলমপুর হাজী মখলিছ আলী হাফিজিয়া মাদরাসা নামে একটি প্রতিষ্টান স্থাপিত হয়। এই প্রতিষ্টানের পরিচালনা কমিটির সাধারন সম্পাদক পদে রয়েছেন হাফিজ মো. শাহজাহান ও সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন হাফিজ মাসুক মিয়া। সম্প্রতি এই প্রতিষ্টানের সভাপতি আব্দুল আউয়ালের সাথে মনোমালিন্য দেখা দিলে লতিফিয়া মডেল মাদরাসা আলমপুর স্থাপনের উদ্যোগ নিয়েছেন হাফিজ মো. শাহজাহান ও হাফিজ মাসুক মিয়া। গ্রামবাসীর অভিযোগ এই প্রতিষ্টানটি একই গ্রামে স্থাপিত হলে ৪৭ নং আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংখ্যা কমে যাবে এবং শিক্ষার মান উন্নয়নে মারত্বক ব্যঘাত ঘটবে। এ বিষয়ে গত ১৭ ডিসেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এলাকাবাসির পক্ষে লিখিত অভিযোগ দায়ের করে আলমপুর হাজী মখলিছ আলী হাফিজিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আউয়াল। অনুলিপি ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কার্যালয় সুত্রে জানা যায়, এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে প্রাথমিক শিক্ষা অফিসার এর সাথে অসৌজন্যমুলক আচরন করেন লতিফিয়া কিন্ডারগার্টেন নামক প্রতিষ্টান কতৃপক্ষ।
এ বিষয়ে আলমপুর গ্রামের লিলু মিয়া, মুজিব মিয়া বলেন, লতিফিয়া কিন্ডারগার্টেন নামক প্রতিষ্টান স্থাপিত হলে ৪৭নং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীর সংখ্যা কমে যাবে ও লেখা পড়ায় বিঘœ ঘটবে। এ বিষয়ে আব্দুল আউয়াল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে ৪৭নং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা সামছুল ইসলাম বলেন, লতিফিয়া কিন্ডারগার্টেন নামক প্রতিষ্টান স্থাপিত হলে বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীর সংখ্যা কমে যাবে। এ বিষয়ে লতিফিয়া কিন্ডারগার্টেন এর হাফিজ মো. শাহজাহান ও হাফিজ মাসুক মিয়া আনিত সকল অভিযোগ অন্বীকার করে বলেন এখানে লতিফিয়া মডেল মাদরাসা স্থাপন করা হচ্ছে। এ বিষয়ে ছাতক উপজেলা প্রাতমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিয়া বলেন, লতিফিয়া কিন্ডারগার্টেন কতৃপক্ষের সাথে যোগাযোগ করেছি তারা বলেছেন, লতিফিয়া মডেল মাদরাসা স্থাপন করা হচ্ছে। এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছি।