ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর তীর থেকে ভাসমান অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১ ঘটিকার সময় ছাতক নৌ-পুলিশ এ লাশ উদ্ধার করে।
নৌ-পুলিশ সুত্রে জানা যায়, ছাতক পৌরসভা বাজনামহল গ্রামস্থ সুরমা ব্রীজ সংলগ্ন সুরমা নদীর পূর্ব তীরে পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ার ও এসআই মো: বাদল ফকিরসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহযোগীতায় লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাতনামা লাশের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছর হবে। ধারনা করা হচ্ছে ৩ থেকে ৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে লাশের শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়নি। এ ঘটনায় লাশের পরিচয় সনাক্ত করার জন্য সিলেট পিবিআই টিমকে জানানো হয়েছে।
এ বিষয়ে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের ময়না তদন্তের জন্য প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।