raising sylhet
ঢাকামঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে ভারতীয় ১ কোটি ত্রিশ লাখ টাকার মাল জব্দ

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৩, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে কাভার্ডভ্যান ভর্তি ১ কোটি ত্রিশ লাখ টাকা মুল্যের বিভিন্ন ধরণেন মালামাল জব্দ করেছে। (গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার) ভোরে ছাতক পৌর শহরের আকিজ প্লাস্টিক ফ্যাক্টরী লিমিটেড সংলগ্ন সুরমা নদীর তীর এলাকা থেকে এসব মালামাল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল হলো, ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় বিস্কুট, ১ কোটি ২৩ লাখ ৮৫হাজার ৬১৪ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ঔষধ, তিনটি মোবাইল ফোন, একটি ইঞ্জিল চালিত স্ট্রিলবডি নৌকা, একটি মোটর সাইকেল ও একটি কাভার্ডভ্যান। সব মিলিয়ে ১ কোটি ৩০ লাখ টাকার মালামাল জব্দ করেছে।এ ঘটনায় থানার উপ-পরিদর্শক জাহাঙ্গির আলম বাদি হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।এদিকে, বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না, সহকারী কমিশনার (ভূমি) আবু নাসির, সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মঈন উদ্দিন, ছাতক থানার উপ-পরিদর্শক জাহাঙ্গির আলমসহ সেনা ও পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানের সত্যতা স্বীকার করে ছাতক সেনা ক্যাম্প কমান্ডার মেজর জাবির বলেন, চোরাচালান ও অবৈধ কার্যকলাপ রোধে আমাদের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

৪৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।