• ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ছাতকে হাইওয়ে পুলিশের হাতে ট্রাক ভর্তি ১৪০ বস্তা ভারতীয় চিনিসহ আটক দুই

risingsylhet.com
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৩
ছাতকে হাইওয়ে পুলিশের হাতে ট্রাক ভর্তি ১৪০ বস্তা ভারতীয় চিনিসহ আটক দুই

ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে হাইওয়ে পুলিশের হাতে ট্রাক ভর্তি ১৪০ বস্তা ভারতীয় চিনিসহ দুই কারবারিকে আটক করা হয়েছে। (গত ১৯ নভেম্বর)রোববার সকাল ৬টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কের গোবিন্দগঞ্জ থেকে ওই চোরা চালানটি আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলা সদরের চককামাল গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র মাসুদ রানা (৩২) ও একই জেলার ক্ষেতলাল উপজেলার দক্ষিনপাড়া আমতলা মহব্বতপুরের সুজাউলের পুত্র আকতার হোসেন ওরফে সুজন (২৫)।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কবির জানান, ছাতক থানাধীন গোবিন্দগঞ্জ বটেরখাল এলাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে বিএনপি কর্তৃক আহুত হরতাল ডিউটি করাকালীন সময়ে ট্রিপল দিয়ে বাধা একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-১৮-৯৩২০) আটক করেন। আটককৃত ট্রাকটি তল্লাশী করে ৫০ কেজি ওজনের ১৪০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে ট্রাকসহ কারবারি দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় হাইওয়ে থানার এসআই ইউনুস আলী বাদি হয়ে ছাতক থানায় একটি মামলা (নং-১০) দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

৭২ বার পড়া হয়েছে।