ফজল উদ্দিন ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের ছাতক অনলাইন প্রেসক্লাবের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।( গত ১০ জুন)সোমবার দুপুরে শহরের পুরাতন কাস্টমস রোডস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ক্লাবের সভাপতি সাকির আমিনের সভাপতিত্বে ও সহ-সভাপতি ফজল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি এইচ এম খালেদ, সহ-সভাপতি ও ইউ পি সদস্য অজিত কুমার দাস, নির্বাহী সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী জানে আলম,ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাদশাহ মিয়া, সদস্য মোহাম্মদ জাকারিয়া, সদস্য সায়েম আহমেদ, সদস্য তাজুল ইসলাম প্রমূখ
।সভার শুরুতে ক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসান আহমদের পিতার মৃত্যুতে শোকপ্রস্তাব এনে দোয়া করাহয়।এবং সকল সদস্যদের সুস্থ্যতা কামনা করা হয়। এছাড়াও ক্লাবের সাধারণ সম্পাদক অলিউর রহমানের আমেরিকা গমনের ফলে পদ শূণ্য হলে তার পদে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের জন্য ক্লাবের সহ-সভাপতি এইচ এম খালেদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দ্বায়ীত্ব দেয়া হয়। এছাড়া ঈদুল আজহার পর ঈদপূর্ণ মিলনী অনুষ্ঠান সফল করা সহ ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্য আলোচনা করাহয়।সভায় উপজেলার সকল সংবাদ কর্মিদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়।