ঢাকারবিবার , ১৬ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ছাতক ভাতগাঁও আইডিয়্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

rising sylhet
rising sylhet
এপ্রিল ১৬, ২০২৩ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ভাতগাঁও গ্রামে শিক্ষার সুমহান আলো ছড়িয়ে দিতে প্রবাসী পরিবারের অর্থায়ানে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘ভাতগাঁও আইডিয়্যাল কলেজ’। শনিবার বিপুল উৎসাহ
উদ্দীপনার মধ্য দিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনতার উপস্তিতিতে কলেজ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও যুক্তরাষ্ট্র প্রবাসী হেলাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কলেজ ভবনের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
করেন কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অস্ট্রেলিয়া প্রবাসী শামীম আহমদের পিতা সিরাজুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেঘলাল বৈদ্য, প্রবীণ মুরব্বী কাছা মিয়া, কামাল হোসেন মেম্বার, মাওলানা আবুল বশর, শাহীন আহমদ, গিয়াস উদ্দিন ও দিলদার হোসেন প্রমূখ।
ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপস্থিত ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে বলেন, এলাকাবাসীর স্বপ্ন পূরনে ভাতগাঁও গ্রামের কৃতি সন্তান অস্ট্রেলিয়া প্রবাসী মোহাম্মদ শামীম আহমদ ও তার পরিবার যেভাবে সহযোগীতার হাত প্রসারিত করেছেন। সেটা ইতিহাসের অংশ হয়ে থাকবে। শিক্ষার সুমহান আলো আশপাশের এলাকায় ছড়িয়ে দিতে প্রস্তাবিত কলেজটি অগ্রনী ভুমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত
করেন তারা।

১১৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।