ঢাকাবুধবার , ১ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে দু’ গ্রু পে র দফায় দফায় সং ঘ র্ষ

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জানা গেছে, সিনিয়র-জুনিয়র ও র‍্যালিতে সামনে থাকাকে কেন্দ্র করে ছাত্রদলের কর্মীদের মধ্যে তর্কাতর্কি যা এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ ঘটে। পরে সিনিয়র নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১ জানুয়ারি) সকালে নগরীর সদর রোডে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে এ ঘটনা ঘটে।

এ সময় তারা দলকে সুসংগঠিত করার পাশাপাশি আগামীতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

এদিকে, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বরিশাল মহানগর ও জেলা ছাত্রদল পৃথক সমাবেশ ও র‌্যালি করে। এতে অংশ নেন ছাত্রদল, যুবদলসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতারা।

৩৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।