ঢাকামঙ্গলবার , ১৪ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রনেতা তুহিন ও সাকিবের বাসা-বাড়িতে পুলিশী তল্লাসী : ছাত্রদলের নিন্দা

rising sylhet
rising sylhet
মে ১৪, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব মাহতাব ইসন ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের কার্যানির্বাহী কমিটির সদস্য তুহিন ইবনে খালেকের বাসা ও বাড়িতে পুলিশী তল্লাসীর নিন্দা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদল এবং মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নেতৃবন্দ।

গতকাল গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি শিহাব খাঁন ও সাধারণ সম্পাদক আব্দুল হাসিম জাকারিয়া,  বলেন, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব মাহতাব ইসন ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের কার্যানির্বাহী কমিটির সদস্য তুহিন ইবনে খালেক গণতন্ত্র মুক্তি আন্দোলনের রাজপথের সাহসী সৈনিক। পরিকল্পীত ভাবে ত্যাগী নেতাকর্মীদের বাসা-বাড়িতে পুলিশ তল্লাসী চালিয়ে পরিবারের সদস্যদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে গণতান্ত্রীক আন্দোলন বাধাগ্রস্থ করতে চাই অবৈধ আওয়ামী সরকারের পুলিশ বাহিনী। এধরনের পুলিশী তল্লাসী অবিলম্বে বন্ধের আহবান জানান নেতৃবৃন্দ।

১৪১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।