দুই যুগ পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে পৌর, উপজেলা ও সরকারি কলেজে ছাত্রলীগের ৩ ইউনিটের কমিটি গঠন করা হয়েছে ।
সোমবার (১১ মার্চ) সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ ৩ কমিটির অনুমোদন দেওয়া হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি হয়েছেন জুয়েল আহমদ ও সাধারণ সম্পাদক হয়েছেন জাহিদুল হক তাহমিদ।
এর মধ্যে বিয়ানীবাজার পৌর ছাত্রলীগের সভাপতি হয়েছেন আশরাফুল আলম সাকের ও সাধারণ সম্পাদক হয়েছেন রেদোয়ান আহমদ।
আর বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি করা হয়েছে কামরুল ইসলামকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে রাসেল হাসান রুমিকে।
২২৮ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।